Pigeons Disease
[কবুতর পালান] কবুতরের টিকা দান কর্মসূচী ও রোগ। pigeons vaccination program and disease
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে kobutor.net তে ভিজিট করেনা ।তাই আপনাকে kobutor.net তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই kobutor.net এর সাথেই থাকুন ।
কবুতরের টিকা দান সূচী
খামারে রোগ প্রতিরোধের জন্য
টিকা প্রয়োগ একটি গুরুত্বপূর্ণ বিষয় |
কবুতরের বিভিন্ন রোগ হয় তবে
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো
রাণীক্ষেত ও পক্স | এ দুটি রোগে
কবতর প্রায়ই আক্রান্ত হয় |
রাণীক্ষেত রোগে আক্রান্ত
কবুতর বেশিরভাগই মারা যায় | এ
রোগের কোনো চিকিৎসা নাই |
“Prevention is better than cure.”
প্রবাদটি এ রোগের বেলায় ১০০ ভাগ
খাঁটি | প্রত্যেক কবুতর পালনকারী
ভাইদেরকে এ দুটি রোগের টিকা
দিতে হবে |
কবুতর টিকাসূচীঃ
রাণীক্ষেত রোগের জন্যঃ
১. বিসিআরডিভি– ১-৭ দিন ও ২২-২৮ দিন
বয়সে বুস্টার ডোজ ১ ফোঁটা ১
চোখে ৬ মিলি পানিতে গুলিয়ে ১০০
কবুতরে
২. আরডিভি — ২ মাস ও তদুর্ধ্ব ১ মিলি
রানের মাংসে ১০০ মিলি পানিতে গুলিয়ে
১০০ কবুতরে
পিজিয়ন পক্স — ৩-৭ দিন পাখার
ত্রিকোণাকৃতি মাংসবিহীন চামড়া খূঁচিয়ে
৩ মিলি পানিতে ২০০ কবুতরে
বিঃদ্রঃ টিকা দেয়ার পুর্বে অবশ্যই
অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের পরামর্শ
নিন |
কবুতরের যেসব রোগ ব্যাধি হতে পারে।
১। ক্যাঙ্কার বা ট্রাইকোমোনিয়াসিস
২। কক্সিডিওসিস
৩। কোলিব্যাসিলোসিস
৪। One-Eye Colds বা এক চোখে ঠান্ডা লাগা
৫। প্যারাটাইফয়েড বা সালমোনেলোসিস
৬। পিজিয়ন পক্স
৭। রাণিক্ষেত
৮। Adeno Virus Infection
৯। Circo Virus Infection
১০। পিজিয়ন ম্যালেরিয়া
১১। শ্বাসতন্ত্রের রোগ যেমন: মাইকোপ্লাজমোসিস, অর্নিথোসিস
১২। ছত্রাক জনিত রোগ যেমন: Sour Crop – Candida, Thrush
১৩। অন্তঃপরজীবী বা কৃমি
১৪। বহিঃপরজীবী
১৫। ডায়রিয়া
বিঃদ্রঃ আজকে এই পর্যন্তই আমাদের ব্লকের সাথে থাকুন। আমাদের এই ওয়েবসাইটটিতে আমরা শুধু কবুতর নিয়েই আমাদের এই সাইট। কবুতর নিয়ে যা জানার, সব এখান থেকে জানতে পারবেন। ধন্যবাদ