Pigeons Observance

[ pigeons eggs] কবুতরের ডিম পাড়ার সমস্যার সমাধান। Solve the problem of laying pigeon eggs

কবুতরের ডিম পাড়ার সমস্যার সমাধান।


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । kobutor.net এর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।  আজকের আলোচনার বিষয়  কবুতরের   ডিমের সমস্যা। (pigeons egg problem)

কবুতরের (pigeons) ডিম সম্পর্কিত সকল সমস্যার সমাধান

  1. কবুতর ডিম পারেনা।
  2. ডিম ভেঙ্গে ফেলে।
  3. ডিম জমে না।
  4. ডিমের খোসা পাতলা।
  5. ডিমে তা দেয়না।
  6. বাচ্চা একটা ফুটে একটা ফোটেনা।
  7. বাচ্চ ছোট বড় হয় 
  8. নরের মেটিং এ অনাগ্রহ
  9. কবুতর ঝিমানো,
  10. কবুতর খাবার কম খাওয়া
  11. দিন দিন শুকিয়ে যাওয়া
  12. বুকের হার বের হয়ে যাওয়া
  13. পাখা ঝুলে যাওয়া ইত্যাদি….. 

সকল সমস্যার সমাধান 

যারা কবুতর কে কৃমির ঔষুধ খাওয়ান নাই তারা অবশ্যই কৃমির ঔষুধ খাওয়ানোর পর ডিমের জন্য ভিটামিন দিবেন ।ঠান্ডা আবহাওয়ায় কৃমির ঔষুধ খাওয়াতে হবে আবার অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ায় খাওয়ানো ঠিক না…..

কবুতরকে (pigeon) কৃমির ঔষুধ খাওয়ানোর পদ্ধতিঃ

Avinex দুই গ্রাম ওষুধ এক লিটার পানিতে মিশিয়ে অবশ্যই খালিপেটে ১০ মিলি করে সিরিঞ্জ দিয়ে খাইয়ে দিলে ভাল হয়… এমনিতে পাত্রেরেখে দিলে অনেক সময় সব কবুতর খায় নাহ আবার বেশি খেয়ে ফলে ।তাই দরে খাওয়ানো ভাল… 
ঔষধ খাওয়ানোর ৩ ঘণ্টা পর লিভার টনিক ২ মিলি ঔষুথ বা স্যালাইন ২ গ্রাম করে ১ লিটার পানিতে মিশিয়ে খেতে দিন… আর ঔষুধ খাওয়ানোর ৫ ঘণ্টা পর খাবার দিন….
দূর্বল বা রোগক্রান্ত ও দুই এক দিনের বাচ্চা আছে, ডিম দিবে এমন কবুতর কে কৃমির ঔষুধ খাওয়ান যাবে না। 
ডিম পারা হলে ৪/৫ দিন, বাচ্চা দেওয়ার ৮/১০ দিন পর ঐ কবুতর গুলা আলাদা করে খায়িয়ে দিবেন। আর কবুতরের খাঁচার নিচের পায়খানা অবশ্যই পরিষ্কার করবেন…. 
কম পক্ষে ৬০-৯০ দিন পর, এক দিনে এক বেলা দিবেন, কখনোই দুই বেলা দিবেন নাহ ।
কৃমির ঔষুধ খাওয়ানোর ২/৩ দিন পর ডিমের জন্য ভিটামিন দিবেন ।
কবুতরের ডিমের জন্য কি কি ভিটামিন দিবেন ও কি ভাবে খাওয়াবেনঃ
Bosstbrdy-N ১মিলি + E-Sel ১মিলি করে এক সাথে ২ মিলি ঔষধ, ১ লিটার পানিতে মিশিয়ে একটানা চার দিন খাওয়ানোর পর ।
এক দিন গ্যাপ দিয়ে Calplex ১মিলি + Ad3 ১মিলি এক সাথে ২মিলি ঔষধ ১ লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে । কবুতর কে অবশ্যই সুষম ও স্বাস্থ্যকর খাবার দিতে হবে এবং কবুতর কে গ্রিট খাওয়াবেন।
ইনশাআল্লাহ্ কবুতরের ডিম সম্পর্কিত সকল সমস্যার সমাধান হবে ।

Related Articles

Leave a Reply

Back to top button