Pigeons Disease
[কবুতর রোগ] Bumble foot / পা ফোলা বা পায়ে ক্ষত রোগ।
কবুতর |
[kobutor palon] Bumble foot / পা ফোলা বা পায়ে ক্ষত রোগঃ
এই রোগ হল কবুতর এর একটি মারাক্তক ব্যাধি যা মুলত আক্রমন করে (বিশেষ করে বন্দি কবুতরের ) তালু , পায়ের গোড়ালি , হাঁটুতে বা বিভিন্ন হাড়ের জোরায় ।
লক্ষন গুলো কিকিঃ
১) চর্ম রোগ বা খোস পাঁচড়া হয়
২)পায়ের গোড়ালি বা পায়ের বিভিন্ন জায়গা ফুলে যায় ।
৩) পায়ের চাম্রা ভারি বা মোটা হয়ে যাওয়া ।
৪) পায়ের শক্তি কমে যাওয়া ও অবশ হয়ে যাওয়া বা বাকা হয়ে যাওয়া ।
৫) হাটা চলায় অনাগ্রহ ও এক জায়গায় বসে থাকা , একটু হেটে আবার বসে পরা ।
৬) পায়ের তালুতে বৃত্তাকার গোটার মতো হওয়া , তাতে অনেক সময় পুজ হওয়া বা ঘা হওয়া ।
কি কি কারনে এই রোগ হয়ঃ
সাধারণত বন্দি কবুতর এর এই রোগ বেশি হয় ।
১) কবুতর একই জায়গায় বেশিদিন দাড়িয়ে থাকলে (অনেক সময় আমাদের ধাপটি বা কবুতর এর জায়গা কম হলে হতে পারে ।
২) শক্ত ,অমসৃণ ,মেঝে বা খোপ বা খাঁচার তলদেশ ( যেখানে কবুতর দারায় )হলে ।
৩) থাকার বা দাঁড়ানোর জায়গা , ভেজা বা স্যাঁতস্যাঁতে জায়গায় হলে ।
৪) থাকার বা দাঁড়ানোর জায়গায় প্লাস্টিক বা রেক্সিন দিয়ে মোড়ান হলে ।
৫) অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশ হলে
৬) ভিটামিন এ এর তিব্র অভাব হলে ।
৭) নিজেদের মাঝে মারামারি ।
৮ ) সবসময় কম খাবার প্রদান বা গ্রহন ( অনেকেই প্রয়োজনের তুলনায় কম খাবার দেই ) ।
৯) প্রয়োজনের তুলনায় অধিক স্বাস্থ্য বা শারিরিক ওজন বেড়ে যাওয়া ।
১০) শারিরিক অস্বাভাবিকতা ও আঘাত পাওয়া বা আহত হওয়া থেকে ও হতে পারে ।
১১) কবুতর হাটা চলা না করার , রোদে না থাকার , প্রচুর আলো বাতাস না পেলে ও এই রোগ হতে পারে ।
মারাক্তক দিকঃ
মারাক্তক অবস্থায় অনেক সময় অভিজ্ঞ ভেট ডাক্তার দিয়ে অস্ত্রপ্রচার করে বা অপারেশন করে ব্যান্ডেজ করে রেখে ভালো হয় ।
এই রোগ সারতে অনেক সময় দেরি হয় তাই ধৈর্য ধারন দরকার ও ৭ দিনে কাজ না হলে ৭ দিন বিরতি দিয়ে আবার ৭ দিন চিকিৎসা করুন ।
অনেক সময় এই রোগ থেকে পায়ের অঙ্গ হানি হয় , পা বা আঙ্গুল পরে যায় ।
চিকিৎসা -১
১) ROLAC 10 MG ( Ketorolac Tromethamine ) Human
২) AMOXYCILLIN / FIMOXYL 250 (Amoxicillin ) Human
৩) FUSID 40 (Furosemide ) Human
এই ৩ টি মানুষের ঔষধ এর অর্ধেক ১/২ ভাগ করে ১ ভাগ ৩০ মিলি. পানিতে মিশিয়ে ঐ পানি ১০ মিলি করে ৩ বেলা ৫ /৭ দিন খাওয়ান আলহামদুলিল্লাহ । ভালো কাজ করে ।
চিকিৎসা -২
Moxacil DT (human) ১ টি ১ লিটার এ ।
Two-plus (vet) 1ml / l tr .
Envit C (vet) 2ml/ltr
এই ৩ টি ঔষধ ১ লিটার পানিতে পানিতে মিশিয়ে ঐ পানি ১০ মিলি করে ৩ বেলা ৫ /৭ দিন খাওয়ান আলহামদুলিল্লাহ । ভালো কাজ করে ।
পায়ে ব্যান্ড বা রিং থাকলে কেটে দিন , আগে জীবন বাঁচান ।
বিঃ দঃ
আমার স্বল্প জাণা থেকে বলা , ভূল থাকা স্বাভাবিক , পরামর্শ দিন শুধ্রে নিবো ইনশাআল্লাহ ।
ভালো জাণে এমন কারো সাথে আলাপ করে চিকিৎসা করুন ।
আমাদের আরো কিছু পোস্টঃঃ