Pigeons Breed

[কবুতর পালন] নর ও মাদি চেনার সহজ উপায়। Easy way to recognize pigeons males and females.

[কবুতর পালন]  নর ও মাদি চেনার সহজ উপায়। Easy way to recognize pigeons males and females.
কবুতর 



আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । kobutor.net এর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।  

আসুন জেনে নেয়া যাক নর মাদি চেনার সহজ উপায় গুলিঃ

১. নর কবুতর জোরে জোরে ডাকে এবং কিছুটা আক্রমনাত্বাক হয়। মাদি কবুতরের সাধারনত ডাকে না আর ডাকলেও ডাকটা নরের মত এত স্পস্ট নয়, কিছুটা নিরব থাকে।
২. নর কবুতর আকারে বড় হয় ও মাথা কিছুটা চ্যাপ্টা থাকে। মাদি কবুতরেরর আকার কিছুটা ছোট ও মাথা কিছুটা লম্বাটে হয়।
৩. নরের ঠোট হালকা করে টান দিলে ছুটিয়ে নেয়ার জন্য চেস্টা করবে কিন্তুু মাদি কবুতর চুপ থাকবে কোন চেস্টাই করবে না।
৪. নর কবুতরের দেহ কিছুটা ময়লা বা অপরিস্কার থাকে। মাদি কবুতরের দেহ তুলনামুলক ভাবে পরিস্কার থকে।
৫. নর কবুতর পুরো ঠোট ডুবিয়ে পানি পান করে। মাদি কবুতর সাধারনত অর্ধেক বা তার কম ঠোট ডুবিয়ে পানি পান করে।
৬. সবচেয়ে কনফার্ম চেনার উপায়।
কবুতরটিকে ধরুন বুকের নিচ দিয়ে পিছনের দিকে হাত চালালে, হাড় শেষে একটা জায়গা আছে, ওখানে আঙুল দিলে দুটি পাতলা হাড় পাবেন V এর মত। এই V এর মধ্যে যদি একটি আঙুল ফিট হয়ে যায় তা হলে বুঝবেন এটা মাদি কবুতর। এ দিয়ে ডিম পাস হয়। নর কবুতরের এ ফাকটিতে আঙুল ফিট হবে না যা সাধারনত সর্বোচ্চ ২ মিলি বেশি হয় না।
৭. বাচ্চা কবুতরের ক্ষেত্রে বাচ্চার বয়স যখন ৫ দিন হয় তখন পায়খানার রাস্তায় দিকে খেয়াল করলে দেখবেন মাদি কবুতরেরটা সরু আর নর কবুতরেরটা একটু চ্যাপ্টা বা স্মাইলের মত দেখাচ্ছে।
ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button