Pigeons medicine

[pigeons Bangladesh] কবুতরের কর্মক্ষমতা বা পারফরম্যান্স বাড়াবেন করবেন কিভাবে।

আসসালামু আলাইকুম।

কবুতরের কর্মক্ষমতা বা পারফরম্যান্স বাড়াবেন করবেন কিভাবে।
জিরা পানি 



অনেক অসাধারণ কালা পানির ভিরে আজ একটু সাধরন জৈন ভিজানো পানি নিয়ে কিছু কথা আসাকরি সকলের উপকারে আসবে,,
আমরা কবুতর প্রেমিরা কবুতরের পারফর্ম ভালো কোরতে সব মরিয়া হোয়ে উঠি আর যে যা বলে এবং এর সাথে নিজের কিছু জ্ঞান মিশ্রন কোরে বহু ধাপে বহু কিছু ব্যাবহার করি আর যদিও এটা কবুতরের জন্য ভিষন ক্ষতির তবুও সে দিকে আমি যাচ্ছি না। বিভিন্ন কথার ভিড়ে কখনো আমরা আসল ভূলে যাই মূলত তা মনে করিয়ে দিতেই আমার এখানে আসা। 
যাদের কবুতর আধা ঘন্টা বা তার একটু বেশি দম কোরছে,এবং ধনিয়া, গুয়ামুরি ও মিছরির পানি ও হলুদ সেদ্ধ পানি ব্যাবহারের পরে আর কিছুই ব্যাবহার করেননি আপনারা এখন ধারাবাহিক ভাবে এই জৈন ভেজানো পানি ব্যাবহার কোরতে পারেন। 
ইনশাআল্লা আশাকরি উপকার পাবেন তবে ক্ষতির সম্বাবনা একদম নাই। 
কবুতরের কর্মক্ষমতা বা পারফরম্যান্স বাড়াবেন করবেন কিভাবে।
জিরা
ব্যাবহার বিধি খেয়াল করুন।
এক লিটার বিশুদ্ধ পানি একবার ফুটিয়ে চুলা থেকে নামিয়ে এক চা চামচ জৈন ছেরেদীন আর ঐ পানি রেখেদীন কমপক্ষে ১২ ঘন্টা, 
পরদিন ছেকে ঐ পানিতে এক চা চামচ (প্রতি লিটারে) তাল মিছরি মিশিয়ে কবুতরকে খেতে দেন সাধারন পানির বদলে, 
যেহেতু আমি এক লিটারের মিশ্রন বোলেছি আপনার প্রয়োজন অনুপাতে দুই বা তিন লিটার পানি তৈরিতে সেম নিয়ম ফলো করুন। 
তবে অতিরিক্ত কখনোই ভালো নয় তাই লিটার প্রতি দের চামচ বা তার অধিক কখনোই কোরবেন না।  
তিন চার দিন ব্যাবহার কোরলে উপকারিতা নিজেই বুঝতে পারবেন। 
জৈন বা মিছরিতে কি কি এবং তা কি পরিমান রোয়েছে (বৈজ্ঞানিক মতে) তা বলার প্রয়োজন মনে করছি না কারন অনেকেই তা বুঝবে না,  যদি কেউ তার প্রয়োজন মনে করেন তবে গুগলে সার্চ দিলেই আশাকরি পেয়ে যাবেন। 
ঐ পুরোনো কথা আবারো বলি  মনে রাখবেন কোনো উপাদান নিজে আগে ব্যাবহার করি উপকার পেলেই আপনাদের সাথে শেয়ার করি কারন আমার একান্ত ইচ্ছা কবুতর সখ করে এমন সবার মনটাই সিজনে ফুরফুরে থাকুক। 
পরিশেষে বলি ভালো বাসুন নিজের দেশকে ভালো বাসুন দেশাল কবুতরকে আর ভালোবাসুন নিজের কবুতরকে। 
যেনো আমি বাংলাদেশি এই কথাটা বিশ্ব দরবারে আপনার কবুতরটি বুক ফুলিয়ে বোলতে পারে।
কালেকশন ফ্রমঃ SA Pigeons লফত
আমাদের আরো কিছু পোস্টঃ

   

[কবুতর পালন] কবুতরের খাদ্য তালিকা। Pigeon food list.

Leave a Reply

Back to top button