Pigeons Observance

কবুতরের পর কি || কবুতরের পর কেন গণনা করা হয় || কবুতরের পর কিভাবে গণনা করা হয়

আসসালামু আলাইকুম। কবুতর পালক ভাই ও বোনেরা। আশা করছি সকলে ভালো আছেন আজকে কবুতর বিষয়ক আর একটি পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।
কবুতরের পর কি || কবুতরের পর কেন গণনা করা হয় || কবুতরের পর কিভাবে গণনা করা হয়
কবুতর পর

আজকের বিষয়টি হলো কবুতর পর কি?

তো চলুন শুরু করা যাকঃ
আজকে আমরা যে বিষয়গুলো জানব তা হলঃ
  • কবুতরের পর কি?
  • কবুতরের পর কেন গণনা করা হয়?
  • কবুতরের পর কিভাবে গণনা করা হয়?
প্রথমে জানা যাক কবুতরের পর কিঃ যারা নতুন কবুতর পালক আছেন, তারা সচরাচর এ বিষয়টা জানেন না যে কবুতর পর কেন গণনা করা হয়। বাচ্চা কবুতরের পর গণনা করা হয়, কিন্তু বড় কবুতর যেগুলো ডিম দেয় বা জোড়া মিলানো সেই কবুতরগুলোর পর গণনা করা হয় না।
পর গননা হল কবুতরের পাখার পালকের প্রথম দশটা পালক গননা করাকে পর গণনা বলে। 
এখন প্রশ্ন হল যে পর গণনা কেন করবো বা পরগনার কেনো দরকার হয় ?
কবুতরের পর কেন গণনা করা হয়ঃ পর গণনা করা হয় আসলে কবুতরের বয়স জানার জন্য। কবুতরের বাচ্চা কত দিনে অ্যাডাল্ট হবে। কবুতরের বাচ্চা কত দিনে ডিম দিবে বা কবুতর বাচ্চা কতদিন পর জোড়া মিলানো যাবে। মূলত এই সব বিষয় জানার জন্য কবুতরের পর গণনা হয়।
এতে কবুতর পালক এর জন্য সুবিধা হয় কবুতর জোড়া মিলানো বা বাচ্চা তোলার জন্য।
কবুতরের পর কি || কবুতরের পর কেন গণনা করা হয় || কবুতরের পর কিভাবে গণনা করা হয়
কবুতর পড়
কিন্তু এই কবুতর পর গণনা কার জন্য কিছু নিয়ম রয়েছে। সঠিক নিয়মে পর গণনা না করলে  কবুতরের সঠিক বয়স জানতে পারবেন না।
কবুতরের পর কি || কবুতরের পর কেন গণনা করা হয় || কবুতরের পর কিভাবে গণনা করা হয়
কবুতর পালক
কবুতরের পর কিভাবে গণনা করা হয়ঃ প্রথমে যে কবুতরটির পর গুনতে চান সেটি দুই হাতে নিবেন। কবুতরের পাখা মেলে ধরবেন। পালক গুলোকে মেলেে ধরবেন।
কবুতরের পর কি || কবুতরের পর কেন গণনা করা হয় || কবুতরের পর কিভাবে গণনা করা হয়
হpigeons bangla 
এখন কবুতরের পাখা ডান দিক থেকে পালকগুলো ১,২,৩, করে গুনতে থাকুন ১০ পর্যন্ত। এই ১০ পর্যন্ত পালকের মাঝে দেখবেন একটি ছোট পালক রয়েছে। আবার প্রথম থেকে ১,২,৩ করে ঔ ছোট পালক পর্যন্ত গুনে যান। উদাহরণ হিসাবে আমি ধরলাম আপনার ছোট পালকটি ৮ নাম্বার পালকে আছে। 
কবুতরের পর কি || কবুতরের পর কেন গণনা করা হয় || কবুতরের পর কিভাবে গণনা করা হয়
কবুতর পালন
এখন আপনি ১০ থেকে ৮ বিয়োগ করে যত সংখ্যা পাবেন আপনার কবুতরের পর হবে তত। এর মানে হল আমাদের উদাহরণে ধরা কবুতরটির পর হল ২। কারণ যেহেতু আমাদের উদাহরণে ধরা কবুতরটির ছোট্ট পালকটি ৮ নাম্বার পালক।এখন যদি ১০ থেকে ৮ বিয়ক করি তাহলে পাওয়া যায় ২। কবুতর পরগণার সময় সবসময় খেয়াল রাখবেন, যে গণনা সবসময় কবুতরের পাখার ডান দিক থেকে শুরু করতে হবে। এবং কবুতরের পাখার ছোট্ট পালক পর্যন্ত গুনতে হবে এবং ১০ থেকে বিয়োগ করতে হবে।
এভাবে পর গণনা করলে আপনি কবুতরটির কত পর হয়েছে তা সঠিক ভাবে জানতে পারবেন।
এখন আসা যাক কবুতরের পর নিয়ে কিছু সাধারণ কথাঃ কত পর হলে কবুতরের কত দিন বা কত মাস হয়েছে কিভাবে বুঝবেন। আসলে এটা কবুতরের জাত এর উপর নির্ভর করে। কিছু কবুতরর পর দ্রুত পড়ে যায়, আবার কিছু কবুতরের পর ধিরে ধিরে পরে। কবুতরের পর আবার কবুতরের স্বাস্থ্যর উপর নির্ভর করে। তবে স্বাভাবিক ভাবে একটি কবুতরের ছয় মাসের মধ্যে দশটি পর পড়ে যায় এবং কবুতরটি এডাল্ট হয়ে যায়। 
তো বন্ধুরা আশা করছি আমি আপনাদের কবুতর পর নিয়ে কিছু ধারনা দিতে পেরেছি। কোন প্রকার ভুল হলে ক্ষমা করবেন আর আমাদের সাইটের সাথেই থাকবেন। কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আপনার ইমেইলটি দিয়ে আমাদের সাইটটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ
আমাদের আরো কিছু পোস্টঃ

Related Articles

Leave a Reply

Back to top button