Pigeons Breed
[গিরিবাজ কবুতর] গিরিবাজের কিছু কবুতরের জাত নিয়ে আলোচনা।
আসসালামু আলাইকুম।
আজ গিরিবাজের কিছু কবুতরের জাত নিয়ে আলোচনা করবো। যেগুলা দেখতে অনেকটা সেম সেম কিন্তু আলাদা। জাত গুলোর নাম হচ্ছে জাকগলা/ কালপেট্টি & নাপ্তা/ বাবরা । জাকগলা আর কালপেট্টি অনেকটা সেম। জাকগলা কবুতরের সুধু গলা থেকে বুক প্রজন্ত কালো থাকে & কালপেট্টি কবুতরের গলা থেকে বুক পেট হয়ে লেজ প্রজন্ত কালো থাকে। পিঠে কালো স্পট না থাকলে লেজ সব কালো থাকলে সেগুলো পিওর জাকগলা/কালপেট্টি। পিঠে কালো স্পট থাকলে লেজ সাদা বা কালো সাদা মিলানো থাকলেও সেগুলা জাকগলা/কালপেট্টি তবে পিওর না। অনেকে পিঠে কালো স্পট থাকলে সেটাকে নাপ্তা/বাবরা বলে, কিন্তু না। নাপ্তা/বাবরা আলাদা কবুতর। নাপ্তা কবুতরের গলায় চট থাকবেনা চট থাকলেও সেগুলা অনেক ফাটা থাকবে এলোমেলো থাকবে লেজ সাদা, কালো অথবা সাদাকালো মিক্স । বাবরা কবুতরের সরিলে কালো অংস বেসি সাদা কম।
নিচে আমি উদাহরন সরুপ আমার কিছু নাপ্তা/বাবরা & জাকগলা/কালপেট্টি কবুতরের ছবি দিয়ে বর্ণনা করে দিলাম।
১ – এটা একজোড়া পিওর জাকগলা। এখানে জাকগলা কবুতরের চট টা দেখানো হয়েছে। চট বলতে গলা থেকে বুক প্রজন্ত কালো যে অংশ সেটাকে বুজায়। এখানে চট বুক প্রজন্ত।
২ – এখানে জাকগলা জোরাটার পিঠ দেখানো হয়েছে। পিঠে কোন কালো স্পট থাকবেনা। লেজ গুলো কালো।
৩ – এটাই একটা জাকগলা। কারন দেখা যাচ্ছে এটার চট ভালো বুক প্রজন্ত। তবে পিওর না। কারন পিঠে কালো স্পট আছে।
৪ – এখানে জাকগলা কবুতর কে মার্ক করে দেখানো হলো।
৫ – এটা একজোড়া পিওর কালপেট্টি। এখানে একজোড়া কালপেট্টী কবুতরের চট দেখানো হলো। এখানে দেখা যাচ্ছে কালপেট্টি কবুতরের চট গলা থেকে সুরু হয়ে বুক পেট হলে লেজ প্রজন্ত।
৬ – এখানে কালপেট্টি কবুতরের পিঠে দেখানো হলো। সম্পুর্ন সাদা।
৭ – এখানেও একটা কালপেট্টি কবুতর। কিন্তু এটা পিওর কালপেট্টি না। যেহেতু দেখা যাচ্ছে কবুতরটির চট গলা থেকে সুরু হয়ে লেজ প্রজন্ত কালো কিন্তু পিঠে কালো স্পট আছে।
৮ – এখানে কালপেট্টি কবুতর কে মার্ক করে দেখানো হলো।
৯ – এটা একটা বাবরা কবুতর। দেখা যাচ্ছে এটার পিঠে অনেক কালো। পাখ কিছু সাদা। কালোর পরিমান বেসি।
১০- এটা একটা নাপ্তা কবুতর। দেখা যাচ্ছে এটার সরিলে সাদা কালো অনেক স্পট আছে। সব এলোমেলো।
১১- এটাও একটা নাপ্তা কবুতর।
বিঃদ্রঃ যদি জাকগলা/ কালপেট্টি কবুতর এর রং কালো না হলে লাল / খয়রী হয় তাহলে সেটাকে লালগলা, খয়রাগলা / লালপেট্টি বলে। বাকি সব বিবরন সেম।
এগুলো সব আমার নিজের অভিজ্ঞতা থেকে বলা। ভুল হলে ক্ষমার চোখে দেখবেন & কোথায় ভুল টা হয়েছে সংশোধন করারা জন্য হেল্প করবেন । ভালো না লাগলে এরিয়ে যাবেন।
কবুতরের সমন্ধে আরো ভালো ভালো আপডেট পেতে ব্লকটি ফলো করে একটিভ থাকুন। ধন্যবাদ
পোস্টটি প্রথম প্রকাশিত হয়েছেঃ SA Pigeons Loft
আমাদের আরো কিছু পোস্টঃ