Pigeons Observance

[কবুতর পালন] কবুতর পালনে ৮ সুবিধা। 8 benefits of keeping pigeons.


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে kobutor.net তে ভিজিট করেনা ।তাই আপনাকে kobutor.net তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই kobutor.net এর সাথেই থাকুন ।


কবুতর পালনের সুবিধা:
 ১.কবুতর সহজে পোষ মানে, বিনিয়োগ কম, প্রতিপালন অত্যন্ত সহজ এবং সংক্ষিপ্ত প্রজননকাল হওয়ায় পালন করা সহজ।
২.কবুতরের মাংস সুস্বাদু পুষ্টিকর, সহজ পাচ্য এবং প্রাণীজ আমিষের চাহিদা পুরণের উৎস। কবুতরের মাংস খেতে অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর।
৩.একজোড়া কবুতর থেকে মাসে ২ টি করে বাচ্চা পাওয়া যায় এবং ২১-২৮ দিনের মধ্যে বাচ্চা খাওয়ার উপযোগী হয়।
৪. অল্প পুঁজি এবং কম পরিশ্রমে কবুতর পালন করে অধিক লাভবান হওয়া যায়।
৫. কবুতরের খাবারের খরচ কম লাগে এবং অল্প খরচেই কবুতরের থাকার ঘর তৈরি করা যায়।
৬. কবুতরের রোগবালাই কম হয় ফলে মৃত্যু ঝুঁকি কম ও পালন সহজ।
৭. কবুতরর পালনে বেকার যুবক এবং দুস্থ মহিলাদের আয় বর্ধনের উৎস হতে পারে।
৮.  কবুতরের মল জৈবসার হিসেবে ব্যবহার করা যায়।
বিঃদ্রঃ আজকে এই পর্যন্তই আমাদের ব্লকের সাথে থাকুন। আমাদের এই ওয়েবসাইটটিতে আমরা শুধু কবুতর নিয়েই আমাদের এই সাইট। কবুতর নিয়ে যা জানার, সব এখান থেকে জানতে পারবেন। ধন্যবাদ

আমাদের আরো কিছু পোস্টঃঃ







Related Articles

Leave a Reply

Back to top button